Вступление কর্ড: মালা (অঞ্জন দত্ত) Chord: Mala (Anjan Dutta) [Verse 1] D A তোমার জঙলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি, G A তোমার পিসিচন্দ্রের ঝুমকো কানের দুল, D A আজ বারোই মে, তাই সকাল থেকে G A জন্মদিনের তোড়া তোড়া ফুল। D A তোমার সানন্দার পাতা থেকে ছিঁড়ে নেয়া G A রেইনি পার্কের সংসার, D A তোমার স্বামী আজ অনেকদিনের পরে তোমার ঘরে নিয়ে G A হাজার বিদেশী উপহার। D A এই শুভ দিনে নানান কাজের ফাঁকে G A পড়ছে কি মনে তোমার? D A এই বারোই মে তুমি চলে গিয়েছিলে G A জীবন থেকে আমার! [Chorus 1] D A আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে G A মনের ভেতর ঘুমের ঘোরে? D A তোমার সাজানো শরীরের ভেতরে G A মালা, তুমি কে? D তুমি কে! [Verse 2] D A তোমার কথা বলা যেন মধুবালা, G A তোমার হাঁটাচলা সোফিয়া লরেন, D A তোমার গন্ধ ফরাসি আনায় আনায়, G A অভিমান অপর্ণা সেন। D A বৃষ্টি এলে চলে যাও জয়সালমীর, G A শীতকালে কোডাইকানাল, D A দমদমে নামলে তোমাদের বাড়িতে G A কফি খায় ইমরান খান! D A তোমার জন্য ওবেরয় ভাইদের G A দরজা সদাই খোলা, D A সাঁতার শেখার আলিয়ঁস ফ্রাঁসে G A দিনগুলি ঘেরা! [Chorus 2] D A আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে G A মনের ভেতর ঘুমের ঘোরে? D A তোমার সাজানো শরীরের ভেতরে G A মালা, তুমি কে? D তুমি কে! [Verse 3] D A মনে পড়ে কি সেই মৌলালির মোড় G A বাসস্টপে দুপুরবেলায়? D A মনে পড়ে কি সেই রুবি রায়ের গান G A শোনাতাম আমি তোমায়? D A দুজনের চোখে ছিল বাঁচার স্বপ্ন-- G A যেভাবে হোক, যেমন করেই; D A ছিল না যে কিছুই বেচার আমার G A গেলাম তাই যে হেরে! D A আজ রে ব্যান দিয়ে তুমি যতই ঢেকে রাখো চোখ-- G A লুকোতে পারবে না; D A এন্টালি সিনেমার পেছনের বস্তির G A মৌলালির মালা! [Chorus 3] D A আমি জানি তুমি কোথায় যাও রোজ রাত্তিরে G A মনের ভেতর ঘুমের ঘোরে। D A আমি দেখে ফেলেছি তোমার মনের ভেতরটা, G A আমি চিনি, আমি জানি তোমাকে! D তোমাকে...
Видео пока не добавлены