Автор adminНа чтение 5 минПросмотров44Опубликовано
Вступление
[Intro]
CEm
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
CF
সাত সাগর আর তের নদীর পারে
FEmF
ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
DmC
দেখে এলেম তারে
CF
সাত সাগরের পারে।
C
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
[Verse 1]
CAm
সে এক রূপ কথারই দেশ
GF
ফাগুন সেথা হয়না কভু শেষ
CAm
রূপ কথারই দেশ
EmDm
ফাগুন সেথা হয়না কভু শেষ
FG
তারার-ই ফুল পাপড়ি ঝড়ায়
GF
সেথায় পথের ধারে।
CF
দেখে এলেম তারে
C
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
CF
সাত সাগর আর তের নদীর পারে
FEmF
ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
DmC
দেখে এলেম তারে
CF
সাত সাগরের পারে।
[Bridge]
C
সে রূপ কথারই দেশে
FEmC
যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে
DmGAm
যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে
C
সুর হয়ে তাই ঝড়ে আমার গানে।
[Verse 2]
CAm
তাই খুশির সীমা নাই
GF
বাতাসে তার মধুর ছোঁয়া পাই
CAm
তাই খুশির সীমা নাই
EmDm
বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই
FG
জানিনা আজ হৃদয় কোথায়
GF
হারায় বারে বারে।
CF
সাত সাগরের পারে।
CEm
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
CF
সাত সাগর আর তের নদীর পারে
FEmF
ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
DmC
দেখে এলেম তারে
CF
সাত সাগরের পারে।