Misc Soundtrack — Shri Swapankumarer Badami Hyenar Kobole — Jahaj Cholechhe

    	    	Вступление

[Chorus]
Am                     C
জাহাজ চলেছে সাগরের জলে ভেসে
Am                    G
জাহাজের ডেকে সকলেই দূরবীন,
G                       Dm
বিষাদের যীশু ক্রূশে একা একা ভাবে
G                      C
আর কতকাল মেটাবো জলের ঋণ।


[Verse 1]
Am                         C
হয়তো তোমাকে কেউ কোনোদিনও চায়নি
Am                      G
তাইতো তোমার সারাগায়ে আঁকা পথ,
G                  Dm
পথের শুরুতে যেমন ছদ্মবেশ
G                        C
পথের শেষে হাতে আঁকা কোনো দেশ।


[Verse 2]
F                    C
আমরা আসলে উপকথাদের মতো
F                     G
কানে কানে একা ঘুরেছি জন্মকাল,
F                     Dm
আমরা আসলে ঘুমের মধ্যে একা
F         G      C
যুদ্ধের শেষে বুদ্ধের কঙ্কাল,
F         G      C
যুদ্ধের শেষে বুদ্ধের কঙ্কাল।


[Outro]
Am                     C
জাহাজ চলেছে সাগরের জলে ভেসে
Am                    G
জাহাজের ডেকে সকলেই দূরবীন,
G                        F
বারবার যারা ফিরে গেছে খালি হাতে
G                      C
সে হাতে নাকি বেজেছিল ভায়োলীন।		
    

Видео пока не добавлены

Оцените статью
Textbest.ru